আইপিও পরিকল্পনায় নেই ওপেনএআই

৬ নভেম্বর, ২০২৫ ১০:২৫  
আইপিও পরিকল্পনায় নেই ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই এখনই শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা সারা ফ্রায়ার। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের টেক লাইভ সম্মেলনে তিনি বলেন, “এই মুহূর্তে আইপিও আমাদের পরিকল্পনায় নেই। আমরা বরং আমাদের কার্যক্রমকে আরও স্থিতিশীল ও বিস্তৃত করার দিকে মনোযোগ দিচ্ছি।” খবর রয়টার্স।

সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই ২০২৬ সালের শেষের দিক বা ২০২৭ সালে সম্ভাব্য আইপিওর প্রস্তুতি নিচ্ছে। তবে ফ্রায়ারের মন্তব্যে বোঝা যাচ্ছে, সংস্থাটি আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছে।

গত অক্টোবরে ওপেনএআই তাদের লাভজনক ইউনিটকে পাবলিক বেনিফিট কর্পোরেশন–এ রূপান্তর করে। এতে মাইক্রোসফটের সঙ্গে অংশীদারিত্বের পর কোম্পানিটির মূল্য দাঁড়ায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার।

এদিকে ওপেনএআই ডেটা সেন্টার স্থাপনে বিপুল বিনিয়োগ করছে এবং গুগল ও অ্যামাজনসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বহুবিলিয়ন ডলারের চুক্তি করেছে। ফ্রায়ার জানান, তারা যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চাইছে যেন ব্যয়বহুল এআই চিপের জন্য ঋণ নিশ্চয়তা পাওয়া যায়।

ডিবিটেক/বিএমটি