শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করল ইউএফটিবি

৩ নভেম্বর, ২০২৫ ১৯:০৬  
শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করল ইউএফটিবি
প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের চলমান দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করল ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি)। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে আগামী ৪ নভেম্বর মঙ্গলবার থেকে এই  বাস সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে ৩ নভেম্বর সোমবার. বিকেলে পরীক্ষামূলকভাবে বাস সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রাকিব হোসেন, অস্থায়ী ছাত্র নিবাসের প্রভোস্ট  জনাব রুবেল শেখ, অস্থায়ী ছাত্রী নিবাসের প্রভোস্ট দেলওয়ারা খুশি-সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ, বাস সেবাটি বিশ্ববিদ্যালেয়ের প্রশাসনিক ভবন থেকে টঙ্গী কলেজ গেটে পৌঁছে সেখান থেকে  সকাল ৬ টা ৪৫ মিনিটে -গাজীপুরা- বোর্ড বাজার- ভোগড়া বাইপাস-সফিপুর-চন্দ্রা হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে এবং বিকেল ৫:১৫ মিনিটে ক্যাম্পাস থেকে একই রুটে টঙ্গী কলেজ গেটের উদ্দেশ্যে ছাড়বে। যাত্র শেষে বাসটি পুনরায় ক্যাম্পাসে ফিরে আসবে। 
তবে সরকারি ও বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনগুলোতে বাস সেবা বন্ধ থাকবে।