সাইবার অপরাধের গল্প ‘নীলচক্র’ আসছে আইস্ক্রিনে
দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাই একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের; উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো। এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে? কী চায় তারা? এমন গল্প নিয়ে মিঠু খানের সিনেমা ‘নীলচক্র’ চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায়। শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক।
আইস্ক্রিনের ফেসবুকে ১ নভেম্বর সিনেমাটির ৪৭ সেকেন্ডের টিজার দিয়ে সেই তথ্যই জানিয়েছে নেটিজেনদের। পোস্টে লেখা হয়েছে, সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য—এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচন! সিনেমা “নীলচক্র”। শীঘ্রই আসছে আইস্ক্রিন-এ! পরিচালনায় মিঠু খান।মিস যেন না হয়, এখনই সাবস্ক্রাইব করুন আইস্ক্রিন অ্যাপ অথবা ভিজিট করুন https://iscreen.page.link/fsv
তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সেটা জানানো হয়নি।
‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। তাঁদের সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।







