জাতীয় টাইম সেন্টারে মার্কিন সাইবার হামলার অভিযোগ চীনের

চীন অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের জাতীয় টাইম সার্ভিস সেন্টারে অনুপ্রবেশ ও গোপন তথ্য চুরি করেছে, যা দেশের যোগাযোগ নেটওয়ার্ক, আর্থিক ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ এবং আন্তর্জাতিক মান সময় ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারত। খবর রয়টার্স।
রোববার উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) জানায়, মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) দীর্ঘ সময় ধরে ওই গবেষণা প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালিয়ে আসছে। তদন্তে দেখা গেছে, ২০২২ সাল থেকেই মার্কিন সংস্থা চুরি করা তথ্য ও প্রবেশাধিকারের মাধ্যমে কেন্দ্রটির কর্মীদের মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সিস্টেমে নজরদারি চালাচ্ছিল।
এছাড়া তারা একটি বিদেশি স্মার্টফোন ব্র্যান্ডের বার্তা আদানপ্রদানের সেবার দুর্বলতা কাজে লাগিয়ে গুপ্তচরবৃত্তি করেছে বলেও অভিযোগ করেছে বেইজিং, যদিও ব্র্যান্ডটির নাম প্রকাশ করা হয়নি।
জাতীয় টাইম সেন্টারটি চীনা বিজ্ঞান একাডেমির অধীন একটি গবেষণা প্রতিষ্ঠান, যা দেশের মান সময় তৈরি ও সম্প্রচার করে। মন্ত্রণালয় জানায়, ২০২৩ ও ২০২৪ সালেও যুক্তরাষ্ট্র কেন্দ্রটির অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও উচ্চ-নির্ভুলতা ভিত্তিক টাইমিং সিস্টেমে হামলার চেষ্টা চালায়।
এ বিষয়ে মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ বিনিময় করে আসছে, যা এখন বাণিজ্যিক উত্তেজনার নতুন পর্যায়ে পৌঁছেছে।
ডিবিটেক/বিএমটি