তামার সংকটে পড়তে পারে এক-তৃতীয়াংশ চিপ উৎপাদন
বিশ্বের প্রায় ৩২% সেমিকন্ডাক্টর উৎপাদন ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে তামার সরবরাহ সংকটে পড়তে পারে বলে জানিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি)। বর্তমানে এ হার মাত্র ৮% হলেও আগামী এক দশকে তা চার গুণ বেড়ে যাবে। খবর রয়টার্স।
বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক চিলি ইতিমধ্যেই পানির সংকটে ভুগছে, যা উৎপাদন কমিয়ে দিচ্ছে। পিডব্লিউসি জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে চিপ শিল্পে তামা সরবরাহকারী ১৭টি দেশের বেশির ভাগই খরার ঝুঁকিতে পড়বে।
চিপের অভ্যন্তরে ক্ষুদ্র তারের জন্য তামা অপরিহার্য। যদিও বিকল্প উপাদান নিয়ে গবেষণা চলছে, তবে তামার মতো সাশ্রয়ী এবং কার্যকর কোনো বিকল্প এখনো নেই।
পিডব্লিউসি বলেছে, ২০৫০ সালের মধ্যে প্রতিটি দেশের প্রায় অর্ধেক তামার সরবরাহ ঝুঁকির মুখে পড়বে। চিলি ও পেরু পানির ব্যবহার দক্ষ করতে এবং সমুদ্রের পানি থেকে মিঠা পানি তৈরির উদ্যোগ নিয়েছে, তবে অন্যান্য দেশের জন্য তা সহজ নয়।
ডিবিটেক/বিএমটি







