যৌথ অংশীদারিত্বে

চীন থেকে ১৮০ কোটি টাকা বিনিয়োগ পেলো ফাস্টপাওয়ার টেক

২ মে, ২০২৫ ১৪:০২  
২ মে, ২০২৫ ১৬:৪৫  
চীন থেকে ১৮০ কোটি টাকা  বিনিয়োগ পেলো ফাস্টপাওয়ার টেক

সম্প্রতি তৈরি পোশাক, বস্ত্র ও নবায়ণযোগ্য জ্বালানিসহ মোট ১৯টি খাতকে অগ্রাধিকার দিয়ে একটি ‘হিটম্যাপ’ বা পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এর পরিপ্রেক্ষিতে গত ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন-২০২৫-এ প্রায় ৩ হাজার ১০০ কোটির টাকার বিনিয়োগ এসেছে বিদেশিদের কাছ থেকে। এর মধ্যে ১৯০ কোটি টাকার বড় বিনিয়োগ এসেছে শপআপে। এরপর যৌথ অংশীদারিত্বে আরো ১৮০ কোটি টাকা বিনিয়োগ এলো দেশের নায়বনযোগ্য জ্বালানী প্রযক্তির স্টার্টআপে। 

দেশে বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও রূপান্তিরিত জ্বালানী শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারিত্বে এক কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ পেলো বাংলাদেশী স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক। ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্লান্ট স্থাপনে চীনের জ্বালানী প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে এই বিনেয়াগ পাচ্ছে লজিস্টিক প্রতিষ্ঠান স্টিডফাস্ট কুরিয়ারের সহযোগী প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগ দিয়ে বাংলাদেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় স্টিড ফাস্ট।

সেলক্ষ্যে ১ মে  চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে চীনা প্রযুক্তি কোম্পানি এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড এবং বাংলাদেশের ফাস্ট পাওয়ার টেক এর মধ্যে যৌথ অংশীদারিত্ব চুক্তি হয়েছে।

ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং চুক্তিতে সই করেন। এসময় স্টিডফাস্ট কুরিয়ার লিমিটেডের পরিচালক অর্ণব মুস্তাফা এবং প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে, বাংলাদেশে একটি একটি পরিবেশ বান্ধব নাবায়নযোগ্য জ্বালানী ব্যাস্থাপনা নেটওয়ার্ক গড়ে তুলে এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (EREV) এবং প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV) প্রযুক্তিতে NUCL-এর CAR CLOUD নেটওয়ার্কের অধীনে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করবে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা এবং কার্বন নির্গমন কমাতে এই যৌথ অংশীদারিত্বকে মাইলফলক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় শিল্প প্রবৃদ্ধির সাথে অত্যাধুনিক চীনা প্রযুক্তি একীভূত করে - এবং স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠিত অবকাঠামো ব্যবহার করে - এই যৌথ উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানীতে গতিশীলতা আনবে।

এ বিষয়ে স্টিডফাস্ট চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ ব্যাটারি এবং সৌরশক্তির মতো কিছু নবায়নযোগ্য শক্তির নিয়ে কাজ করছি। আর নতুন বিনিয়োগে ও যৌথ অংশীদারিতে এবার বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবো। এজন্য দেশের ইকোনমিক জোনগুলোর মধ্য থেকে স্থান নির্বাচন করা হবে। এই অংশীদারিত্বে চীনের নবায়বযোগ্য জ্বালানী প্রযুক্তি বাংলাদেশে উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে NUCL-এর CAR CLOUD নেটওয়ার্কের অধীনে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করা হবে। আর রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে সড়কে চলাচল করা ইভি’র জ্বালানী সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে সময় এবং অর্থ সাশ্রয় হবে।