এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যম আনছে ওপেনএআই

১৬ এপ্রিল, ২০২৫  
১৬ এপ্রিল, ২০২৫  
এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যম আনছে ওপেনএআই

এক্স-এর (পূর্বতন টুইটার) মতো সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির কাজ করছে ওপেনএআই, এমনটা দাবি করেছে দ্য ভার্জ। প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি-র চিত্র তৈরির ফিচারকে কেন্দ্র করে একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে যাতে একটি সোশ্যাল ফিডও রয়েছে। খবর রয়টার্স।

সাম আল্টম্যান ব্যক্তিগতভাবে এ প্রকল্প নিয়ে বাইরের লোকদের মতামত নিচ্ছেন বলে জানা গেছে। তবে, এটি চূড়ান্ত নয় এবং এটি আলাদা অ্যাপ হবে নাকি চ্যাটজিপিটির সঙ্গেই যুক্ত হবে, তা এখনও অনিশ্চিত।

এই পদক্ষেপে ইলন মাস্কের সঙ্গে ওপেনএআইয়ের উত্তেজনা আরও বাড়তে পারে। মাস্ক এর আগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এবং একটি বিশাল অর্থমূল্যের মালিকানা প্রস্তাব দিয়েছিলেন, যা আল্টম্যান প্রত্যাখ্যান করেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, ওপেনএআইয়ের সম্ভাব্য সামাজিক অ্যাপ মেটা ও এক্স-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করতে পারে।

ডিবিটেক/বিএমটি