ইন্টেলে ৫ বিলিয়ন ডলারের শেয়ার কিনল এনভিডিয়া

ইন্টেলে ৫ বিলিয়ন ডলারের শেয়ার কিনল এনভিডিয়া
৩০ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৮  

মার্কিন শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ নির্মাতা এনভিডিয়া ইন্টেল করপোরেশনে ৫ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছে। সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থায় দাখিল করা নথিতে ইন্টেল এ তথ্য জানিয়েছে। এটি গত সেপ্টেম্বর ঘোষিত বিনিয়োগ চুক্তির বাস্তবায়ন। খবর রয়টার্স।

চুক্তি অনুযায়ী, এনভিডিয়া ইন্টেলের প্রতিটি সাধারণ শেয়ার ২৩ দশমিক ২৮ ডলার দরে কিনেছে। এই দামে মোট ২১ কোটি ৪৭ লাখের বেশি শেয়ার কেনা হয়েছে, যা একটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সম্পন্ন হয়। দীর্ঘদিনের কৌশলগত ভুল সিদ্ধান্ত এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে অতিরিক্ত মূলধন ব্যয়ের কারণে আর্থিক চাপে থাকা ইন্টেলের জন্য এ বিনিয়োগকে বড় আর্থিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

ডিসেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের নোটিশ অনুযায়ী, এনভিডিয়ার এই বিনিয়োগে দেশটির অ্যান্টিট্রাস্ট সংস্থাগুলোর অনুমোদন মিলেছে। ফলে প্রতিযোগিতা আইন সংক্রান্ত কোনো বাধা থাকেনি।

বাজার প্রতিক্রিয়ায় দেখা যায়, প্রি-মার্কেট লেনদেনে এনভিডিয়ার শেয়ার প্রায় ১ দশমিক ৩ শতাংশ কমলেও ইন্টেলের শেয়ারে তেমন পরিবর্তন হয়নি। বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে পারে এবং যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পে শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।

ডিবিটেক/বিএমটি