বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনে বিডার 'ইনোভেশন' ক্যাটাগরি সংযোজিত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের সম্মানজনক পুরস্কার "এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড"-এ নতুন "ইনোভেশন" ক্যাটাগরি চালু করার ঘোষণা দিয়েছে। এই ক্যাটাগরির মাধ্যমে বিনিয়োগে সৃজনশীলতা ও প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করতে উদ্ভাবনী উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হবে, যা দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
আগামী ৯ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ এই পুরস্কার প্রদান করা হবে। এ বছর থেকে "এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড" চারটি ক্যাটাগরিতে প্রদান করা হবে—
১. স্থানীয় বিনিয়োগ
২. বিদেশি বিনিয়োগ
৩. পরিবেশ, সামাজিক ও সুশাসন
৪. ইনোভেশন [নতুন সংযোজন]
উদ্ভাবনী খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে বিডার ওয়েবসাইট (https://bida.gov.bd/ এবং https://summit.bida.gov.bd/) এর মাধ্যমে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ ২০২৫।
ডিবিটেক/বিএমটি