৫.২৭ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করছে শাওমি

চীনের স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা শাওমি কর্পোরেশন শেয়ার বিক্রির মাধ্যমে ৫.২৭ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছে। সোমবার এক টার্ম শিটে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৭৫০ মিলিয়ন ‘ক্লাস বি’ শেয়ার বিক্রি করছে শাওমি, যা কোম্পানির সোমবারের সমাপনী মূল্য থেকে ৪.২% থেকে ৭.৪% ছাড়ে নির্ধারিত হয়েছে। সংগৃহীত অর্থ ব্যবসার সম্প্রসারণ, গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
শাওমি সম্প্রতি তাদের বৈদ্যুতিক গাড়ির বার্ষিক সরবরাহ লক্ষ্যমাত্রা ৩৫০,০০০ ইউনিটে উন্নীত করেছে এবং চীনে তাদের স্টোর নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি আগামী পাঁচ বছরে ১০,০০০ নতুন ‘এমআই হোম’ স্টোর খোলার পরিকল্পনা করছে।
এদিকে, চীনা প্রযুক্তি খাতে সরকারী নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হওয়ায় এবং ‘ডিপসিক’-এর মতো উদ্ভাবনী এআই ডেভেলপারদের উত্থানের ফলে বিনিয়োগকারীরা আবার চীনা শেয়ারবাজারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। শাওমির শেয়ার বিক্রির এই প্রক্রিয়া গোল্ডম্যান স্যাকস, সিআইসিসি এবং জেপি মরগান পরিচালনা করছে।
ডিবিটেক/বিএমটি