স্টারলিংকের ঢাকার গতি কত?

২৪ মার্চ, ২০২৫  
২৫ মার্চ, ২০২৫  
স্টারলিংকের ঢাকার গতি কত?

 দেশের ইন্টারনেট জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে কৃত্রিম উপগ্রহ ভিক্তিক ইন্টারনেট স্টারলিংক। আগামী ৯ এপ্রিল এই এর ডেমু টেস্ট হবে ঢাকায়। এই নেটেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’ এর। এর আগেই ঢকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়েছে সোমবার।

২৪ মার্চ ২১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে এই পরীক্ষার ফলাফল শেয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। যেখানে দেখা মিলেছে ইন্টারনেটের চমকপ্রদ গতির।  তবে এ বিষয়ে শফিকুল আলম সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি। 

শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক গতি পরীক্ষার ছবিটি বিশ্লেষণ করে দেখা গেছে, গতি ২৩০ হলেও এর আপলোড ও ডাউনলোড গতি ভিন্ন। এটি অ্যাসিমেট্রিক কানেকশন; ফুল ডুপ্লেক্স নয়। সেখানে ডাউনলোড গতি ২৩০ এমবিপিএস এবং আপলোড গতি ২০ এমবিপিএস। এই পরীক্ষায় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩এমএস (মিলিসেকেন্ড)৷ গতি পরীক্ষার সময় স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে এবং ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। 

এই ফটোকার্ডটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব। পোস্টে তিনি লিখেছেন, “আজকের ঘটনা! সবাই অসম্ভব দ্রুততার সাথে কাজ করছে।  টিম প্রফেসর ইউনূস!”

স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক মূলত লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এটি বিশেষ করে দুর্গম ও গ্রামীণ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। 

অবশ্য এই পোস্ট নিয়ে ফটোকার্ড করে সোশ্যাল মিডিয়ায় ট্রলও হচ্ছে।  পোস্টের নিচে লাইক-লাভের পাশাপাশি হা হা রিঅ্যাক্টও দেখাগেছে। সমালোচকদের প্রশ্ন- লোকেশন কোয়ালালামপুর নিয়ে। 

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কেরসঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালু করার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি একটি চিঠিতে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের জন্যও আমন্ত্রণ জানান। এরপর মধ্য মার্চে ৯০ দিনের মধ্যে স্টারলিংককে দেশে নিয়ে আসার চেষ্টা করার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব। সবশেষ আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনের ৯ এপ্রিল কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের ‘টেস্ট রান’ করার আগাম খবর দেন  বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বিস্তারিত আগের খবরে https://digibanglatech.news/152242