আইসিটিতে সরকারকে ভেন্ডর না হওয়ার আহ্বান

১৬ মার্চ, ২০২৫  
১৬ মার্চ, ২০২৫  
আইসিটিতে সরকারকে ভেন্ডর না হওয়ার আহ্বান

এআই ও ব্লক চেইনের মতো হাল প্রযুক্তি ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টির করতে চায় দেশের আইসিটি স্টেকহোল্ডাররা। দেশীয় সফটওয়্যার শিল্পকে সুরক্ষা দিতে বিদেশী সফটওয়্যার আমদানি নিয়ন্ত্রণ এবং দেশীয় কোম্পানিগুলোকে সরকারি প্রকল্পে অগ্রাধিকার দিয়ে সরকারকে ভেন্ডর না হওয়ার আহ্বান জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অরাজনৈতিক উন্মুক্ত প্লাটফর্ম আইসিটি স্টেক হোল্ডার্স এর আয়োজনে মাসব্যাপী মিটআপের অংশ হিসেবে শনিবার বসুন্ধরাস্থ আরমানি লাউঞ্জে অনুষ্ঠিত গ্র্যান্ড ইফতার পার্টিতে এই আহ্বান জানানো হয়। গুলশান, তেজগাঁও, বনানী, রামপুরা, বাড্ডা, মহাখালী, বনশ্রী ও বারিধারার আইসিটি উদ্যোক্তাদের উপস্থিতিতে অনুষ্ঠি ইফতার পূর্ব আলোচনায় বক্তাদের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তারাও তাদের পরামর্শ তুলে ধরেন।

এসময় বেসিস, ই-ক্যাব এবং বাক্কো’র মতো আইসিটি খাতের ব্যবসায়ী সংগঠনগুলোতে রাজনৈতিক লেজুড় বৃত্তিহীন শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন বক্তারা। একা একা বড় না হয়ে সম্মিলিত ভাবে বেড়ে ওঠার ওপর জোর দেন তারা। 

অনুষ্ঠানে ট্রাস্ট আইটি বিডি লিমিটেড চেয়ারম্যান প্রকৌশলী মো: জুয়েল, ওপেন সোর্স বাংলাদেশ অ্যালায়েন্সের (ওএসবিডি) কমিউনিটি ম্যানেজার মোহাম্মদ ফারুক আহমেদ, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিঃ পরিচালক আহসান হাবিব, ও এস আইটি সলিউশনস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক  মো: মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।