আইএসএসের পথে স্পেসএক্সের ক্রু-১০ মিশন

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে স্পেসএক্সের ক্রু-১০ মিশন। স্থানীয় সময় ১৪ মার্চ সন্ধ্যা ৭:০৩টায় উৎক্ষেপিত মহাকাশযানটি ১৫ মার্চ রাত ১১:৩০টায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছাবে। মিশনে রয়েছেন নাসার নভোচারী অ্যান ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেস্কভ। খবর এনগ্যাজেট।
ক্রু-১০ দলের মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর নাসার নভোচারী সুনি উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফেরার সুযোগ পাবেন। তারা মূলত এক সপ্তাহের জন্য আইএসএসে গিয়েছিলেন, তবে বোয়িং স্টারলাইনারের ত্রুটির কারণে তাদের সেখানে থাকতে হয়েছে নয় মাস।
উৎক্ষেপণের পর স্টারলাইনারের হিলিয়াম লিক ও থ্রাস্টার সমস্যা দেখা দিলে নাসা সিদ্ধান্ত নেয়, মহাকাশযানটি নভোচারী ছাড়া পৃথিবীতে ফিরবে। স্টারলাইনার সেপ্টেম্বরেই ফিরে এলেও উইলিয়ামস ও উইলমোরকে ফেরানোর জন্য স্পেসএক্সের ক্রু-৯ মিশনের অপেক্ষা করতে হয়েছে। ক্রু-৯ মিশন দুইজন নভোচারী নিয়ে গিয়েছিল, যাতে তাদের ফেরার সময় উইলিয়ামস ও উইলমোরকে সঙ্গে আনা সম্ভব হয়।
অবশেষে, ক্রু-১০-এর সফল উৎক্ষেপণের পর উইলিয়ামস ও উইলমোর ক্রু-৯-এর নিক হেগ ও আলেকজান্ডার গোরবুনভের সঙ্গে ১৯ মার্চ পৃথিবীতে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি