রিলেটিভিটি স্পেসের নতুন সিইও হলেন এরিক স্মিথ
সাবেক গুগল সিইও এরিক স্মিথ রকেট নির্মাতা স্টার্টআপ রিলেটিভিটি স্পেস-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন। কোম্পানির একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। গুগল ছাড়ার প্রায় ১৫ বছর পর এটি স্মিথের প্রথম সিইও পদ।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্মিথ কোম্পানিটিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন এবং নিয়ন্ত্রণমূলক শেয়ার নিয়েছেন। তিনি প্রতিষ্ঠাতা টিম এলিস-এর জায়গায় সিইও হলেন, যদিও এলিস বোর্ড সদস্য হিসেবে কোম্পানির সঙ্গে থাকবেন।
২০২৬ সালে রিলেটিভিটি স্পেসের নতুন রকেট টেরান আর উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, যা স্পেসএক্সের ফ্যালকন ৯ ও ফ্যালকন হেভির প্রতিদ্বন্দ্বী হতে পারে। ইতোমধ্যে কোম্পানিটি প্রায় ৩ বিলিয়ন ডলারের লঞ্চ চুক্তি নিশ্চিত করেছে।
রিলেটিভিটি স্পেস বিশেষভাবে থ্রিডি প্রিন্টিং, স্বয়ংক্রিয় রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রকেট তৈরি করে। যদিও ২০২৩ সালে টেরান ১ উৎক্ষেপণে সফলভাবে প্রযুক্তি প্রদর্শন করলেও, সেটি কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।
অর্থ সংকটের মুখে থাকা কোম্পানির জন্য স্মিথের অভিজ্ঞতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







