অভিবাসীদের জন্য ‘সেলফ-ডিপোর্টেশন’ অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন

Mar 11, 2025 - 11:48
Mar 11, 2025 - 11:49
অভিবাসীদের জন্য ‘সেলফ-ডিপোর্টেশন’ অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার একটি নতুন অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। ‘সিবিপি হোম’ নামের এই অ্যাপটি চালু করেছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। খবর রয়টার্স।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, “এই অ্যাপ অভিবাসীদের এখনই চলে যাওয়ার সুযোগ দিচ্ছে, যাতে তারা ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারে। যদি না যায়, তবে আমরা তাদের খুঁজে বের করবো, বহিষ্কার করবো এবং তারা আর কখনও ফিরতে পারবে না।”

ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিকে আরও কঠোর করছে। আগামী ১১ এপ্রিল থেকে নতুন এক বিধান কার্যকর হবে, যেখানে অবৈধ অভিবাসীদের সরকারে নিবন্ধন করতে হবে, অন্যথায় জরিমানা বা কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

ট্রাম্প প্রশাসন ‘সিবিপি হোম’ চালুর মাধ্যমে বাইডেনের আমলে চালু হওয়া ‘সিবিপি ওয়ান’ অ্যাপ বন্ধ করে দিয়েছে। বাইডেনের সময়ে এই অ্যাপটি মেক্সিকোতে থাকা প্রায় ১০ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধতার সুযোগ দিয়েছিল। ট্রাম্প তা বন্ধ করে দিয়ে নতুন অভিবাসন নীতির কড়া বার্তা দিলেন।

ডিবিটেক/বিএমটি