‘সোয়াটিং’ নিয়ে দুশ্চিন্তায় এফবিআই

৩ জানুয়ারি, ২০২১ ১৫:০৫  
সাম্প্রতিক সময়ে দ্রুত বেড়ে যাচ্ছে ‘সোয়াটিং’ নামে ডাকা নতুন ঘরানার সাইবার অপরাধ। এমনি একটি অপরাধ ভাবিয়ে তুলেছে গোয়েন্দা সংস্থা- এফবিআই-কে। ওই ঘটনায় স্মার্ট ডিভাইস হ্যাকিংয়ের পর তা দিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে হ্যাকাররা। এরপর পুলিশ ওই বাড়িতে অভিযান চালালে ঘটনাটি সরাসরি সম্প্রচারও করে ওই হ্যাকার চক্র। শুধু তাই নয়, হ্যাকিংয়ের পর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলাপও চালিয়েছে হ্যাকাররা। আক্রান্ত ওই বাড়ির বাসিন্দারা তাদের স্মার্ট ডিভাইস সেট আপ-এর সময় অন্য কোনো সেবায় দিয়ে রাখা একই পাসওয়ার্ড ব্যবহার করেছিল। আর এ কারণেই এই ‘প্র্যাঙ্ক’ করা সম্ভব হয়েছে বলে ভাষ্য এফবিআইয়ের। এই অপরাধের ঝুঁকিকে ‘মারাত্মক’ হিসেবে চিহ্নিত করেছে এফবিআই। বিবিসি’র খবরে বলা হয়েছে, তিন বছর আগে জিম্মি উদ্ধার নিয়ে করা এক ভুয়া ফোনকলকে কেন্দ্র করে কানসাস-এ একজনকে গুলি করে বসেছিল পুলিশ। এ ছাড়াও আরও কয়েকটি এমন ঘটনা থাকলেও সেগুলোতে হতাহতের মতো কিছু ঘটেনি।