‘ডিজিটাল’ রুবল আনছে রাশিয়া

২৬ মে, ২০২২ ০১:২৬  
ইউএস ডলারের বিপরীতে রুবলের মান ৩০ শতাংশ কমেছে। রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর বহুমুখী নিষেধাজ্ঞার মুখে কমেছে দেশটির মুদ্রার মান। সুইফট মেসেজিং বন্ধ থাকায় রাশিয়ার আর্থিক কাঠামো বেশ ঝুঁকিতে রয়েছে। নতুন নিষেধাজ্ঞায় ৬৩ হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করতে পারছে না রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। দেশীয় মুদ্রার মানে এ পতনের ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে পথ খুঁজছে রাশিয়া। আগামী বছরেই ডিজিটাল রুবল বাজারে আনার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে রাশিয়া। সর্বশেষ পাওয়া খবরে বলা হয়, ২০২৩ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে বাস্তবিক মানুষের কাছে এই ডিজিটাল রুবল পৌঁছে যাবে এবং সত্যিকারের লেনদেন শুরু করা হবে। সেজন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। মস্কো দেশে ও বিদেশে লেনদেনে বিকল্প যে মাধ্যমের প্রকল্প নিচ্ছে তা আগামী বছরের মধ্যে আন্তর্জাতিক লেনদেনের জন্য চালু করা হবে। সে অনুযায়ী দেশটির কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। ডিবিটেক/বিএমটি