৫ এপ্রিল মুক্তি পাচ্ছে দ্য সুপার মারিও ব্রোস

৩ এপ্রিল, ২০২৩ ১২:২৮  

অ্যানিমেশনপ্রেমী দর্শকদের নিয়ে এক রোমাঞ্চকর ও দুঃসাহসিক অভিযানে নামতে যাচ্ছে সবার প্রিয় মারিও। আগামী ৫ এপ্রিল মুক্তি পাবে ‘দ্য সুপার মারিও ব্রোস’ শিরোনামের এই অ্যানিমেশন সিনেমা। ভিডিও গেমের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে সিনেমাটি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শনিবার হয়ে গেল সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। প্রিমিয়ারের যোগ দিয়েছিলেন ‘সুপার মারিও ব্রোস’ সিনেমার সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীরাও।

১৯৮১ সালে মারিও চরিত্রটি সৃষ্টি করেছিলেন জাপানের ভিডিও গেম ডিজাইনার শিগেরু মিয়ামোতো । তখন থেকে শুরু করে দীর্ঘ সময় ভিডিও গেমের দুনিয়ায় রাজত্ব করছে মারিও। এবার সেই জনপ্রিয় চরিত্র অবলম্বনে নির্মিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

‘দ্য সুপার মারিও ব্রোস’ পরিচালন করেছেন অ্যারন হর্বাথ ও মাইকেল জেলেনিক। চিত্রনাট্য তৈরি করেছেন ম্যাথিউ ফগল। মারিও চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা ক্রিস্টোফার প্র্যাট। অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন, অ্যানিয়া টেলর-জয়, চার্লি ডে, জ্যাক ব্ল্যাক প্রমুখ।