স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির অনুমোদন

৩০ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৯  
বাংলাদেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সরকারি মালিকানায় প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি হিসেবে “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড” ও “বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড” নামে পৃথক দুটি কোম্পানিকে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদে নিয়মিত বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন সরকারি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড” ও “বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড” নামে পৃথক দুটি কোম্পানি নীতিগতভাবে অনুমোদন প্রদান করা হয়। মন্ত্রিপরিষদে কোম্পানি দুটির সার্বিক প্রয়োজনীয়তা এবং যুগোপযোগিতা বিবেচনা করে এর নীতিগত অনুমোদন প্রদান করে। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম  বলেন, “এই কোম্পানিটি হলে বিদেশি ডাটা সেন্টারের ওপর আর নির্ভর করতে হবে না। এতে সরকারের ৩৫৩ কোটি টাকা সাশ্রয় হবে।” এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক স্টার্টআপদের ফান্ডিং, মেন্টরিং, কো-ওয়ার্কিং স্পেইস, লিগ্যালসাপোর্ট ইত্যাদি প্রদানে “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড” এবং দেশের তথ্য উপাত্ত নিরাপদে সংরক্ষণ, নিরবচ্ছিন্ন গুণগত মানসম্পন্ন ই-সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে “বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড” গঠন প্রয়োজন মর্মে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করেন। “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড” কোম্পানিটি প্রতিষ্ঠিত হবার পরে স্টার্টআপদেরকে মূল্যায়নের প্রেক্ষিতে সীড স্টেজে সর্বোচ্চ ১ কোটি এবং গ্রোথ গাইডেড স্টার্টআপ রাঊন্ডে সর্বোচ্চ ৫ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে। দেশের তথ্য উপাত্ত নিরাপদে সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন গুণগত মানসম্পন্ন ই-সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৭.০০ একর জমির উপর ক্লাউড কম্পিউটিং ও জি-ক্লাউড প্রযুক্তিতে Uptime Institute কর্তৃক Certified Tier IV ডেটা সেন্টার গড়ে তোলা হয়েছে। এটি বিশ্বের ৭ম বৃহত্তম ডেটা সেন্টার যার ডাউন টাইম শূণ্যের কোঠায় এবং যুক্তরাষ্ট্রভিত্তিক Uptime Institute থেকে Tier Certification of Operational Sustainability সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে টিয়ার ফোর (Tier IV) গোল্ড ফল্ট টলারেন্ট ডেটা সেন্টার হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে মর্মে আশা করা যায়।