লন্ডন, আমেরিকা থেকে ইন্টারনেটে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে

৮ ডিসেম্বর, ২০১৯ ১৪:০৬  
‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ স্লোগানে তৃতীয় জাতীয় ডিজিটাল বাংলাদেশ উপলক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল মিডিয়া প্যারেডে শপথ পাঠ করালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সম্মেলন কেন্দ্রে এই শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী। "সোস্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন সংস্কৃতি তৈরি" শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় জুনাইদ আহমেদ পলক বলেন, গুজব কৌতুক নয়; ধর্মীয়ভাবে মহাপাপ এবং আইনের চোখে অপরাধ। মিথ্যা অপপ্রচার দেখলে তা বলবো। হাসি-ঠাট্টা হিসেবে বিবেচনা না করে যাচাই করবো। তিনি বলেন, পর্দার অন্তরালে পয়সা বিনিয়োগ করে লন্ডন, ইউএসসহ বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশ থেকে অপপ্রচার, প্রপাগাণ্ডা মার্কেটিং করা হচ্ছে। ফ্রিল্যান্সারদের মাধ্যমে এ ধরনের কাজ করছে। পলক বলেন, এ কারণে কোনো কিছু করার আগেই যাচাই-বাছাই করে তবেই ফেসবুক কনটেন্ট ব্যবহার করতে হবে। কেননা প্রতিবেশীর দেশে আগুন লাগার মতো এ থেকে আমরাও রেহাই পাবো না। অধ্যাপক মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এ বিএম ফজলে করিম, চুয়েট উপ উপাচার্য রফিকুল ইসলাম, আইসিটি ডিভিশনের আইডিয়া প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সৈয়দ মুজিবুল হক, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শামসুল আরেফিন। এর আগে ১০০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।