মোবাইলের জাতীয় ডেটাবেজ করতে এনইআইআর কিনছে বিটিআরসি

২৫ অক্টোবর, ২০১৯ ২২:৪৬  
নকল বা ক্লোন হ্যান্ডসেট বাজারজাত বন্ধের উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কিনতে সকলের মতাতম চেয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এনিয়ে বিটিআরসি’র ওয়েব সাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এনআইআর এর টেকনিক্যাল স্পেসিফিকেশনের বিষয়ে কারো কোনো প্রকারের মতামত বা পরামর্শ থাকলে তা আগামী ৩ নভেম্বরের মধ্যে লিখিত আকারে পাঠাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিকে বলা হয়েছে, বাংলাদেশে উৎপাদিত, আমদানিকৃত এবং বিদ্যমান প্রতিটি হ্যান্ডসেটের রেজিস্ট্রেশনের মাধ্যমে মোবাইল চুরি রোধ, অবৈধভাবে মোবাইল হ্যান্ডসেটের অনুপ্রবেশ রোধ, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার সহায়ক হিসেবে কমিশন একটি এনইআইআর সিস্টেম সরকারি প্রক্রিয়া অনুসরণ করে কেনা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই ক্রয় প্রক্রিয়ার টেন্ডার ডকুমেন্ট’র অংশ হিসেবে বর্ণিত সিস্টেম’র টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করা হয়েছে, যা অভিজ্ঞ মতামতের জন্য বিটিআরসি’র ওয়েবসাইটে পাবলিক কনসালটেশনের জন্য প্রকাশ করা হলো। এ আগে এক বিজ্ঞপ্তিতে ১ আগস্টের পর ক্রয় করা অবৈধ ফোন সেটে সংযোগ থাকবে না বলে জানিয়েছিলো বিটিআরসি। তখন বলা হয়েছিলো,  ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টি রেজিষ্টার বা এনইআইআর-এর মাধ্যমে নকল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। আমদানি করা প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর সার্ভারে সংরক্ষিত থাকবে। তাতে ক্রেতারা খুব সহজেই এসএমএস করে বা ডায়াল করে জেনে নিতে পারবেন সেটটি আসল না নকল। এজন্য, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KYD(স্পেস) ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। *#06# ডায়াল করে সেটের আইএমইআই নম্বর জানতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে দেশে ৯০টি ব্র্যান্ডের হ্যান্ডসেট আমদানির অনুমতি আছে। আমদানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা ১০৮টি।