মোবাইল হবে গেইম কন্ট্রোলার!

১ এপ্রিল, ২০২৩ ০৯:২৫  

এবার কি তাহলে মোবাইলকেই কন্ট্রোলার বানাতে যাচ্ছে নেটফ্লিক্স? টেলিভিশনেই গেইম খেলার এই সুবিধা দিতে নিজেদের স্ট্রিমিং অ্যাপে এমন পরীক্ষা চালাচ্ছে বলে খবর দিয়েছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।

অ্যাপের অভ্যন্তরীণ কোড ঘেঁটে এমন তথ্য দিয়েছেন অ্যাপ নির্মাতা স্টিভ মোসার। অ্যাপের মধ্যে থাকা একটি লাইনে লেখা “আপনার টিভিতে একটি গেইম খেলতে কন্ট্রোলার প্রয়োজন। আপনি কী এই ফোন গেইম কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে চান?” দেখিয়ে জানিয়েছেন, এটা ফোনকে গেইম কন্ট্রোলার হিসেবে ব্যবহারের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

এর আগেও বিজ্ঞাপনের বিনিময়ে অফলাইনে কন্টেন্ট দেখার সুযোগ সৃষ্টি বিষয়ে নেটফ্লিক্স নিয়ে তিনি যে অনুমান করেছিলেন তা পরবর্তীতে সত্য হয়েছে।

২০২১ সালে অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাডে গেইমিং অভিজ্ঞতা চালু করে এই নেটফ্লিক্স। তবে, অ্যাপল ও গুগল নির্ধারিত নীতিমালার কারণে মোবাইল ব্যবহারকারীদের অ্যাপ স্টোর থেকে এর বিভিন্ন গেইম ডাউনলোড করে খেলতে হয়। সামনে এগুলো নেটফ্লিক্স অ্যাপের মধ্যেই চালু করা হতে পারে। আর এগুলোতে প্রবেশাধিকার পেতে একটি সক্রিয় সাবস্ক্রিপশন প্রয়োজন পড়বে। কিন্তু নেটফ্লিক্সের টিভি সংস্করণে এইসব গেইম এখনো অনুপস্থিত বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

তবে, কোম্পানি কীভাবে টিভিতে গেইমিং অভিজ্ঞতা প্রয়োগ করবে অথবা গেইম খেলার আগে ব্যবহারকারীকে এগুলো ডাউনলোড করতে হবে কি না, তা এখনও দেখা বাকি।

এদিকে গতবছরই নেটফ্লিক্সের গেইম ডেভেলপমেন্ট বিভাগের ভিপি মাইক ভারদু জানিয়েছেন, তারা টেলিভিশনের জন্য গতানুগতিক গেইমের চেয়ে বেশি কিছু আনার বিষয়টিও ভেবে দেখছে। আপাতত ব্যবহারকারীদের ফোনে যেসব গেইম আছে, সেগুলো দিয়েই কাজ চালানোর পরামর্শ দিয়েছে এনগ্যাজেট। এই মূহুর্তে নেটফ্লিক্সের গেইমিং সংগ্রহে আছে ৫৫টি গেইম। আর ২০২৩ সালে আরও ৪০টি গেইম চালুর পরিকল্পনা করেছে কোম্পানিটি।