ব্যালান্স ডোনেট করার কথা ভাবছে রবি

৬ এপ্রিল, ২০২০ ১৪:৩১  
গ্রাহকদেরকে ব্যালান্স ডোনেট করার কথা ভাবছে মোবাইল ফোন অপারেটর রবি। প্রথমবারের মতো ফেসবুক লাইভে এসে এমনটাই জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘করোনায় আমরা ডিজিটাল হচ্ছি। ঘরে বসেই আমরা কেনাকাটা, অফিসের কাজ, পেমেন্ট, লেখাপড়ার ব্যবস্থা করতে পারছি। ইতিমধ্যেই ডেটাবেস এর মাধ্যমে করোনার ঝুঁকি ও কমঝুঁকি পূর্ণ এলাকা সনাক্তের সুযোগ তৈরি হয়েছে। তাই প্রযুক্তি ব্যবহারে আমাদের আরো খোলামেলা এবং সৎ হতে হবে।’ রবি সিইও বলেন, ‘রবি ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ২০ শতাংশের বেশি বেড়েছে। তবে তারপরও ডেটা থেকে আয় ১০ শতাংশের মতো কমেছে। অন্যদিকে কথা বলা থেকে রবির যে আয় ছিল তার অন্তত ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে।’ নানা কারণে রিচার্জ অনেক কমে গেছে উল্লেখ করে রবি’র সিইও বলেন, গ্রাহকদেরকে সঙ্গে নিয়ে ফান্ড তৈরি করতে ব্যালান্স ডোনেট করার চিন্তা মাথায় রয়েছে। মাহতাব বলেন, ‘এই সময়ে ইউটিউবের চেয়ে ফেসবুক লাইভ স্ট্রিমিং এর ব্যবহার সবচেয়ে বেশি বেড়েছে। আমরা যদিও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি তারপরও এটি আমাদের জন্য ডিজিটাল হওয়ার বড় সুযোগ। আমরা যেন এই সুযোগ মিস না করি?’