বেসিস ভোটে শেষ হাসি ‘ওয়ান টিম’ শিবিরে

৮ মে, ২০২৪ ১৮:৩৮  

তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে  ৪ ক্যাটাগরির মোট ১৪৬৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৫৭ জন। এর মধ্যে বাতিল হয় ১৭টি ভোট। ভোটে শেষ হাসি হাসলেন রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ওয়ান টিম। ১১ পদের মধ্যে ৮ পদে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।

তবে সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪০৫ ভোট পেয়েছেন টিম স্মার্ট দলনেতা মোঃ মোস্তাফিজওর রহমান সোহেল। ক্রম অনুযায়ী, টিম ওয়ানের রাশিদুল হাসান ৩৮৮ ভোট, টিম স্মার্ট এর মীর শাহরুখ ইসলাম ৩৬৭ ভোট,  মোহাম্মদ রিসালাত সিদ্দিকী ৩৫৭ ভোট, ওয়ান টিম দলনেতা রাসেল টি আহমেদ ৩৫৫ ভোট, মোঃ আসিফ রহমান ৩৪৯ ভোট, ইকবাল আহমেদ ফখরুল হাাসান ৩৪১ ভোট এবং দিদারুল আলম ৩২৫ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছে।

এছাড়াও সহযোগী সদস্য হিসেবে ওয়ান টিমের সৈয়দ আবদুল্লাহ জায়েদ ১২৩ ভোট; অ্যাফিলিয়েট থেকে বিপ্লব ঘোষ ১২৮ ভোট এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে ড্র ভোটে লটারি শেষে সৈয়দ মোহাম্মদ কামাল নির্বাচিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ভোটের ফল তুলে ধরেন বেসস নির্বাচন কমিশন বোর্ডে রয়েছেন চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর। এসময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য সৈয়দ মামনুর কাদের ও নাজিম ফারহান চৌধুরী উপস্থিত ছিলেন।

ফল ঘোষণার আগে নির্বাচন কমিশনের বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল তিনটায় বিজয়ীরা নিজেদের মধ্যে পদ বন্টন করবেন। অধিকাংশ নির্বাচিত সদস্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালক নির্বাচন করবেন। ১১ মে হবে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।

সেই হিসেবে ফের বেসিস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট রাসেল টি আহমেদই।

এর আগে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেন মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ড।

এবারের ভোটে সাধারণ ক্যাটাগরিতে ৭৮১, সহযোগিতে ২৫০, অ্যাফিলিয়েটে ১১৮ এবং আন্তর্জাতিকে ৮৯ শতাংশ ভোট পড়েছে। ভোটে তিন প্যানেলে প্রার্থী ছিলেন ৩৩ জন। এদের মধ্য থেকে ভোটারদের রায়ে নির্বাচিত হন ১১ জন। ওয়ান টিম ও টিম স্মার্ট থেকে নির্বাচিত হলেও টিম সাকসেস থেকে কেউ এবারের ভোটে জিততে পারেননি। একইভাবে স্মার্ট ও সাকসেস প্যানেল থেকে তিন নারী প্রার্থীর একজনও হাসতে পারলেন না। তবে আর একটি ভোট পেলেই এই প্যানেলে যুক্ত হতে পারতেন টিম স্মার্ট প্রার্থী সৈয়দা নওশাদ জাহান প্রমি।

এখন ভোটারদের প্রত্যাশা, ‘ওয়ান টিম’ হয়ে স্মার্ট বেসিসের পথে টিম সাকসেস হয়ে আবির্ভূত হবে।

https://digibanglatech.news/organization/basis/130280/