বিটিআরসি মহাপরিচালক নাসিম পারভেজের স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মাদ খলিলুর রহমান

১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৫০  

গ্রাহক স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য এনে দিতে নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে মোবাইল ডেটার জন্য ফ্লেক্সিবল প্লান ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে এর পেছনের অন্যতম কারিগর বিটিআরসি মহাপরিচালক (সিস্টেমস এন্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ-কে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাহার করে নেয়া হয়েছে।  তার স্থলে নিয়োগ দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ খলিলুর রহমানকে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ স্বাক্ষরিত আদেশে বদলির এই নির্দেশনা দেয়া হয়েছে।

প্রত্যাহার করে নেয়া ব্রিগেডিয়ার নাসিম পারভেজ ২০২০ সালের ডিসেম্বরে তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়েছিলেন। যোগ দেয়ার পর তিনি এক দেশ এক রেটসহ কমিশনের গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নে বিশেষ অবদান রেখেছেন।