বন্ধ হচ্ছে লাইমের কার শেয়ারিং সেবা

২০ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১৮  
গত বছর যাত্রা শুরু করা কার শেয়ারিং সেবা লাইম তাদের সেবাটি বন্ধ করে দিচ্ছে। আগামী মাস থেকেই এটি সড়ক থেকে তাদের গাড়ি উঠিয়ে নেয়ার কাজ শুরু করবে। আর ডিসেম্বরের ৩১ তারিখে পুরোপুরিভাবে বন্ধ হবে লাইমপড। খবর এনগ্যাজেট। গিকওয়্যারে প্রকাশিত এক সংবাদের বরাত দিয়ে জানানো হয়, আগামী ১৪ অক্টোবর থেকে সেবাটি নতুন গ্রাহক নিবন্ধন বন্ধ করে দেবে। লাইম বিশেষ করে বাইক এবং স্কুটার ভাড়ার জন্য বিখ্যাত। গত বছর পাইলট প্রকল্প হিসেবে লাইমপড নামে কার শেয়ারিং সেবা চালু করে। তখন এই বছরের ডিসেম্বর পর্যন্ত এই পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা ছিলো এবং তারপর ইলেকট্রিক ভেহিকলের মাধ্যমে পুরোদমে সেবাটি উন্মোচন করার কথা জানিয়েছিলো। লাইম জানিয়েছে, যথাযথ অংশীদার না পাওয়ার কারণে এই সেবাটি চালু করা যাচ্ছে না। এছাড়া গ্যাসনির্ভর গাড়ি ব্যবহার সঠিক হবে না। আমরা এই সময়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আগামীতে আমাদের সেবা সম্প্রসারণ ও উন্নতকরণে সাহায্য করবে। ডিবিটেক/বিএমটি