ফোন বিস্ফোরণের তদন্ত করছে শাওমি

৩০ আগষ্ট, ২০১৯ ১৮:৩১  
মি এওয়ান মডেলের ফোন বিস্ফোরণের পর আগুন লেগে যাওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে শাওমি। শুক্রবার শাওমি বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, শাওমিতে, আমরা আমাদের গ্রাহকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেই এবং তাই আমাদের সবগুলো ডিভাইস উচ্চ শিল্পমান নিশ্চিত করে কঠোর মান পরীক্ষার মধ্য দিয়ে যায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং ব্যবহারকারীর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি আরও তদন্ত করে আমরা আপনাদের কাছে বিস্তারিত শেয়ার করবো। এতে আরো বলা হয়, শাওমি সব সময় নিশ্চিত করতে চায় যে, আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের পণ্য ও সেবায় সত্যিই সন্তুষ্ট এবং ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।