ফেসবুক নিলামে বিক্রি হলো হুমায়ুন ফরীদির চশমা

১ মে, ২০২০ ০৬:৫৮  
পূর্ব ঘোষণা অনুযায়ী ফেসবুক নিলামে বিক্রি হলো গুণী অভিনেতা হুমায়ুন ফরীদির চশমা। ‘অকশন ফর অ্যাকশন’ফেসবুক পেজ থেকে নিলামে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় এই চশমাটি কেনেন হাঙ্গেরিপ্রবাসী এক বাংলাদেশি। তবে তিনি তার পূর্ণ পরিচয় দেননি। কেবল জানিয়েছেন, দুই মেয়েকে উপহার দেয়ার জন্য এটি কিনেছেন তিনি। আর তাদের জন্মদিনের হিসেবে করেই এই দাম হেঁকেছেন। এক যুগ প্রবাসজীবনে থাকা এই ব্যক্তি বলেন, ‘আমার দুই মেয়ে। এক মেয়ের জন্মদিন ২৫ তারিখ, আরেক মেয়ের ১২ তারিখ। তাই দুই মেয়েকে উপহারটি দিলাম।’ বৃহস্পতিবার রাত ১০টায় নিলামে ডাক শুরু হয়ে তা শেষ হয় ১২টার দিকে। নিলাম পরিচালনা করেন ‘অকশন ফর অ্যাকশন’ উদ্যোক্তা প্রীত রেজা ও আরিফ আর হোসন। এতে অংশ নেন আফজাল হোসেন, আফসানা মিমি, তারিক আনাম খান, সাজু খাদেম, মিশা সওদাগর, ইরেশ যাকের, হুমায়ুন ফরীদির মেয়ে শারারাত ইসলাম দেবযানী ও তার স্বামী কাজী সাবির। নিলাম শেষে হুমায়ুন ফরীদির মেয়ে বলেন, ‘ বাবার চশমাটা এতোদিন ধরে আমার কাছে রয়েছে। এটা কোনো কাকতাল কি না জানি না। নাকি প্রকৃতির কোনো খেলা। আমার বাবার চশমা, মানে একজন মেয়ে তাঁর বাবার চশমা দিচ্ছেন আরেকজন বাবা তার মেয়েদের জন্য চশমাটা কিনছেন—এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না।’