ফের ডি-মার্ট সেবা চালু করছে দারাজ

২০ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২২  
আবারও নিজেদের ডি-মার্ট সেবা চালু করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। ডি’মার্টে গ্রোসারি, বেবি কেয়ার ও বিউটি পণ্যের মত গৃহস্থালির সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে। নানা ছাড় ও অফারসহ পুনরায় শুরু হওয়া ডি-মার্ট সেবা মিলবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ডায়নামিক চ্যানেল হোমপেজের মাধ্যমেদারাজে ক্রেতাদের জন্য বর্তমান লোকেশন অথবা পূর্বে সংরক্ষিত ডেলিভারি ঠিকানা অনুযায়ী পণ্য ব্রাউজ করার সুবিধা দেবে। পাশাপাশি, ক্রেতারা ডি-মার্ট হোমপেজে ‘সিটি সিলেক্টর’ থেকে নিজেদের লোকেশন নির্বাচন করে কেনাকাটা করতে পারবেন। সুপারচার্জড প্রোডাক্ট ডিসপ্লে পেজে সকল পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেয়া থাকে এবং ক্রেতারা অ্যাড টু কার্ট ফিচারের মাধ্যমে তাদের পছন্দের পণ্যগুলো ডি-মার্ট কার্টে যোগ করতে পারবেন। দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক জানিয়েছেন, ডি-মার্টে ক্রেতারা ১০০০ টাকা মূল্যের কেনাকাটা করলেই ৩০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন এবং ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১ হাজার টাকা পর্যন্ত ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। দারাজ সারা দেশে সুবিধাজনক হোম ডেলিভারি সেবা প্রদান করছে মাত্র ৪৫ টাকায়। ঢাকা ও চট্টগ্রাম মেট্রো অঞ্চলে অঞ্চলে দারাজের এক্সপ্রেস ডেলিভারির ব্যবস্থা রয়েছে, যেখানে বিকাল ৫ টার মধ্যে পণ্য অর্ডার দেওয়া হলে পরের দিন সে পণ্য ডেলিভারি দেয়ার নিশ্চয়তা দেয়া হয়।