প্রস্তুত হচ্ছে ‘ডিজিটাল নারী ৩৬০’

৯ জানুয়ারি, ২০২০ ১৮:১৯  
স্বচ্ছতার সাথে, হয়রানি মুক্ত ভাবে ও স্বল্প খরচে নারীদের হাতের মুঠোয় ডিজিটাল সেবা পৌঁছে দিতে প্রস্তুত হচ্ছে ডিজিটাল নারী ৩৬০ অ্যাপ। আগামী ৬ মাসের মধ্যে এটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জনান। প্রতিমন্ত্রী বলেন, ওয়েব সাইট ও ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্রের মাধ্যমে মৌলিক তথ্য পৌছে দেয়া এবং অবকাঠামো নিশ্চিত করার পর এখন শতভাগ সেবা জনগণের হাতের মুঠোয় নিয়ে আসতে ডিজিটাল সার্ভিস ডিজিআইএস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সরকারি সেবা মানুষের শারীরিক উপস্থিতির প্রয়োজন হবে না। পলক বলেন, অচিরেই সফটওয়্যারের মাধ্যমে ৩৬০০ সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছে দেয়া হবে। যে কোনো নারী যে কোনো প্রান্ত থেকে এই সেবা পাবেন। মুজিব শতবর্ষ উপলক্ষে অনলাইনে থাকা ৬০০ সেবার সঙ্গে আরো ১০০ এর বেশি বাড়িয়ে ১০ কোটি মানুষ সেবা পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মাইগভ নামে যে অ্যাপটি উদ্বোধন করেছেন সেখানে ইতিমধ্যেই ১৭২টি সেবা ইতিমধ্যে অণলাইনে চলে এসছে। আজকে আপনারা ডিজিটাল নারী ৩৬০ নামে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটি আগামী ৬ মাসের মধ্যে ডেভেলপ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার চেষ্টা করবো। এরপর মানীয় প্রধানমন্ত্রী এটি সাড়ে ৮ কোটি নারী সমাজের কাছে উপহার হিসেবে দেবেন। বক্তব্যের এক পর্যায়ে এ বছরের মধ্যেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পূর্ণাঙ্গভাবে ডিজিটাল হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম,  মন্ত্রিপরিষদ বিভাগ-এর সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান প্রমুখ এসময় উপস্থিতি ছিলেন।