তরুণদের চোখে স্মার্ট বাংলাদেশ

১০ জুন, ২০২৩ ১৮:০৪  

স্মার্ট বাংলাদেশ কেমন হতে যাচ্ছে সেসব বিষয় নিয়ে শনিবার দিনের তৃতীয় সেশন অনুষ্ঠিত হয়। সেশনে অংশ নেন ফোর্বস আন্ডার থার্টির তালিকায় স্থান করে নেওয়া নয় তরুণ।

সেশনটি সঞ্চালনা করেন বন্ডস্টেইন টেকনোলজি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও সিআইও জাফির শাফি চৌধুরী। সেশনে আলোচক ছিলেন এগ্রোশিফটের সহপ্রতিষ্ঠাতা ও সিওও দীপ্তা সাহা, যাত্রীর সহপ্রতিষ্ঠাতা ও সিইও আজিজ আরমান, মার্কোপোলো এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সিওও রুবাইয়েত ফারহান, টার্টেল ভেঞ্চার স্টুডিওর সহপ্রতিষ্ঠাতা সারাবান তহুরা তুরিন, মাইঅ্যালাইসের প্রতিষ্ঠাতা ও সিইও শুভ রহমান, ক্রিমস্ট্যাকের সহপ্রতিষ্ঠাতা মীর সাকিব, বন্ডস্টেইনের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মীর শাহরুখ ইসলাম এবং মার্কোপোলো এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সিইও তাসফিয়া তাসবিন।

তাদের প্রায় সবার কাছে জানতে চাওয়া হয় স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ সালে দেশে কোন ধরনের প্রযুক্তিগত পরিবর্তন বা রূপান্তর ঘটতে পারে। এখন যে অবস্থায় আছে, সেটি থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।

আলোচকরা জানান, স্মার্ট বাংলাদেশের মূল উদ্দেশ্য হতে হবে মানুষের সেবা প্রাপ্তির বিষয়টি যেন সহজ হয়। আমাদের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে কী কী সমস্যা রয়েছে সেসব চিহ্নিত করে সেসব সেবাকে প্রযুক্তির রূপান্তরের সঙ্গে সঙ্গে রূপান্তর ঘটানো। এজন্য প্রয়োজন আইওটি, এআই, মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তির ব্যবহার। তারা বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটা দীর্ঘমেয়াদী ও টেকসই অবকাঠামো উন্নয়ন। সেই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট বিষয়ের নীতিমালা প্রণয়ন এবং সেটি সহজ করা।