ট্রিপল ক্যামেরায় আসছে ‌‘এমআই এ৩’

২০ আগষ্ট, ২০১৯ ১৬:০৭  
আগামীকাল (২১ আগস্ট) ভারতের বাজারে আসছে শাওমির এমআই এ৩। ইতিমধ্যেই ইউরোপে উন্মোচন করা হয়েছে এই ফোনটি। ফোনটি স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। অ্যামাজান ডট ইন থেকে ফোনটির দাম সর্ম্পকে জানা গেছে। ৪জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ফোনটির দাম ১৪,৯৯৮ রুপি। অন্যদিকে ৬জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে এই ফোন কিনতে ১৭,৪৯৮ রুপি খরচ হবে। এমআই এ৩ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনে থাকছে ৪,০৩০ এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওর্য়ান্ড ফাস্ট চার্জিং। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।