টুইচে যুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প

১১ অক্টোবর, ২০১৯ ১৭:২০  
২০২০ এর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলছে নিজস্ব গতিতে। আর এরই মধ্যে ভোটারদের কাছে পৌছাতে আরেকটি ইন্টারনেট আউটলেট ‘টুইচ’ এ যুক্ত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনগ্যাজেট। টুইটারের স্ট্রিমিং প্লাটফর্ম টুইচ মূলত ভিডিও গেম স্ট্রিমাররা ব্যবহার করেন। আর সেই প্লাটফর্মেই নির্বাচন ক্যাম্পেইনের প্রথম ভেরিফায়েড স্ট্রিমিং লাইভ হয়েছে গতরাতে। বার্নি স্যান্ডার্সের একটি র‍্যালিতে ট্রাম্প অংশগ্রহণ করেন এবং সেটি টুইচে লাইভ সম্প্রচার করা হয়। প্লাটফর্মটিতে ট্রাম্পের স্ট্রিম দেখেছে প্রায় ১২ হাজার ব্যবহারকারী। এর আগে ট্রাম্প টুইটার এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করেছেন। আবার গেম স্ট্রিমিং প্লাটফর্মে রাজনৈতিক ভিডিও স্ট্রিমিং করেছেন। ফলে যদি ট্রাম্পের ভিডিও মডারেশন করা শুরু হয়, তাহলে নতুন বিতর্ক তৈরি হবে। ডিবিটেক/বিএমটি