টিকটকের বিকল্প ল্যাসো বন্ধ করছে ফেসবুক

৩ জুলাই, ২০২০ ০৩:৫৪  
ল্যাসোর কথা মনে আছে? হয়তোবা জানারও কথা নয়। এটি শুধুমাত্র কয়েকটি দেশে উন্মোচিত হয়েছিলো এবং স্বল্প সংখ্যক ভাষা সমর্থন করতো। নিজেদের ‘টিকটক’ প্রতিষ্ঠিত করার উদ্যোগ বন্ধ করেছে ফেসবুক। হ্যাঁ, বলছিলাম ফেসবুকেরই শর্ট ভিডিও ক্লিপ সেবার কথা। অবশেষে আগামী ১০ জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপটি। কোম্পানিটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনগ্যাজেট। আপনি যদি একজন অ্যাসো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই সময়ের মধ্যে অ্যাপটিতে সংরক্ষণ করে রাখা ভিডিও ডাউনলোড করে নিন। তবে ফেসবুক আসলে তাদের রিলস ফিচারে গ্রাহক টানতে চাইছে। ইনস্টাগ্রামের সাথে সম্পৃক্ত এই সেবাটি মূলত টিকটকের বিকল্প ফিচার। ডিবিটেক/বিএমটি
দ্রষ্টব্য: অভিমত-এ প্রকাশিত পুরো মতামত লেখকের নিজের। এর সঙ্গে ডিজিটাল বাংলা মিডিয়া কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। বহুমতের প্রতিফলন গণমাধ্যমের অন্যতম সূচক হিসেবে নীতিগত কোনো সম্পাদনা ছাড়াই এই লেখা প্রকাশ করা হয়। এতে কেউ সংক্ষুব্ধ বা উত্তেজিত হলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়।