জামিন পেলেন না জুলিয়ান অ্যাসাঞ্জ

৬ জানুয়ারি, ২০২১ ১৯:১৫  
উইকিলিসক প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কারামুক্তি চেয়ে ব্রিটিশ আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। বুধবার তারা যুক্তি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণ না করতে ব্রিটিশ আদালতের রায়ের বিরুদ্ধে ওয়াশিংটনের আপিল শুনানি স্থগিত থাকায় ব্রিটিশ কারাগার থেকে জামিন পেতে পারেন তিনি। তবে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত ওই আবেদন প্রত্যাখ্যান করেন। এর ফলে অ্যাসাঞ্জকে এখন লন্ডনের উচ্চ নিরাপত্তায় ঢাকা বেলমার্শ কারাগারে থাকতে হবে, যেখানে সাত বছর আগে একটি পৃথক আইনি লড়াইয়ের সময় জামিন এড়িয়ে যাওয়ার অভিযোগে ২০১৯ সালের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির কাছে এই সিদ্ধান্তকে একটি ‘মহা হতাশার’ বলে মন্তব্য করেছেন অ্যাসাঞ্জের পার্টনার স্টেলা মরিস। আর উইকিলিকসের মুখপাত্র ক্রিস্টিন হারাফনসন বলেছেন, “এটা অমানবিক। অযৌক্তিক”। এদিকে ব্রিটিশ আদালতে যুক্তরাষ্ট্রের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনও মঙ্গলবার বলেছেন, আইনি লড়াই শেষ হলে অ্যাসাঞ্জ নিজ বাড়িতে ফিরতে পারবেন।