চীনে ব্যবসা রাখবে না লাভা

১৭ মে, ২০২০ ১৪:২১  
চীনকে বাই বাই জানিয়ে নতুন করে নিজেরে দেশে ভারতে ব্যবসা চালু করতে চলেছে লাভা ইন্টারন্যাশনাল। তারা জানিয়েছে, মোবাইল তৈরি এবং তার উন্নতির জন্য আগামী পাঁচ বছরে ৮০০ কোটি টাকা সরকারের কাছ থেকে নেবে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের বিভিন্ন দেশেই শাখা রয়েছে। ছিল চীনেও। তবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত অভিযানের কথা ঘোষণার পর চী।ন থেকে নিজেদের ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। শুক্রবারই লাভা মোবাইল প্রস্ততকারক কোম্পানি চেয়ারম্যান হরি ওম রাই বলেন, “প্রোডাক্ট ডিজাইনের জন্য চীনে আমাদের ৬০০ থেকে ৬৫০ কর্মী রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিজাইনিংয়ের কাজ ভারতে স্থানান্তরিত করা হবে। চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে কিছু পরিমাণ মোবাইল রপ্তানি করা হত। সেটা এবার থেকে রপ্তানি করা হবে ভারত থেকেই।”