গ্রাহকের তথ্য ফাঁস করছে রিং ডোরবেল

৩১ জানুয়ারি, ২০২০ ০৮:৫৭  
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে ফাঁস করেছে অ্যামাজনের মালিকানাধীন রিং ডোরবেল অ্যাপ। ফেসবুক ও গুগলসহ প্রধান চারটি বিপণন সংস্থার কাছে গ্রাহককের নাম, ঠিকানা, মোবাইল নেটওয়ার্ক এবং ডিভাইসগুলোর সেন্সর ডাটার মতো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে এই অ্যাপটি। অনুসন্ধানের মাধ্যমে এই অভিযোগ করেছে বিশ্বব্যাপী ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারীদের অধিকার নিয়ে কাজ করা সানফ্রান্সিসকোভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (ইএফএফ)। রিং অ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন- ৩.২১.১ পরীক্ষা করে ইএফএফ জানিয়েছে, ফেসবুক, গুগল ছাড়াও অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত চিহ্নিতকরণ তথ্য বা পিআইআই ব্র্যাঞ্চ ডট আইও, মিক্সপ্যানেল ডটকম, অ্যাপসফ্ল্যাইয়ের মতো প্রতিষ্ঠানের কাছে প্রকাশ করেছে। অ্যান্ড্রয়েডের রিং অ্যাপটি কেবল ব্যবহারকারীদের তথ্য অব্যবস্থাপনাই করেনি, বরং এর সঙ্গে তারা ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীদের তথ্য ডাটা ট্র্যাকারদের হাতে তুলে দিচ্ছে। ফলে রিং অ্যাপের মাধ্যমে যারা সার্ভিল্যান্স বা পর্যবেক্ষণের আওতায় আসছে, সেসব ব্যবহারকারী ও অন্যান্য সম্প্রদায়কে হুমকির মধ্যে ফেলছে। তবে ইএফএফের এমন অভিযোগের বিষয়ে সরাসরি নাকচ করেনি অ্যামাজন। এক বিবৃতিতে তারা বলছে, রিং মোবাইল অ্যাপ মূল্যায়ন করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের মতো তারাও তৃতীয় পক্ষের সেবা গ্রহণ করে, যা অ্যাপটির ফিচার উন্নয়নে গ্রাহকের অভিজ্ঞতা ও কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করে।