ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

৩০ আগষ্ট, ২০১৯ ১৪:৩৮  
পারস্য উপসাগরে ইরানি জলসীমা থেকে একটি মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে দেশটির নৌসেনারা। এই দাবির ঘণ্টা খানেকের মাথায় ইরানের তেল ট্যাংকার ও জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত আধাসামরিক বাহিনীর তথ্য ভাণ্ডারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তথ্য ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের এই হামলাটি প্রতিশোধ মূলক বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম 'দ্য ওয়াশিংটন পোস্ট'।নিজস্ব সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, তেহরানের নিয়ন্ত্রণাধীন তথ্য ভাণ্ডারটি পুরোপুরি অচল হয়ে গেছে বলে দাবি মার্কিন সামরিক সাইবার বাহিনী। তবে সদ্য পরিচালিত এই গোপন অভিযানটি নিয়ে এখনো মুখ খুলেনি যুক্তরাষ্ট্র। পেন্টাগন মুখপাত্র এলিসা স্মিথ এক বিবৃতিতে বলেছেন, 'মার্কিন নীতি ও অভিযানের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে আমরা সাইবার, গোয়েন্দা ও পরিকল্পিত অভিযান নিয়ে কখনো কথা বলি না।'