ইভির জন্য আলাদা আউটলেট খুলবে টাটা

৮ আগষ্ট, ২০২৩ ২২:১১  

বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আগামীতে এই সংখ্যাটি বাড়বে বৈ কমবে না। ভালো চাহিদা নির্মাতাদের ব্যাটারিচালিত চার চাকার নতুন মডেল উন্মোচন করতে সাহস যোগাচ্ছে। এই ধরনের গাড়ি বিক্রিতে ভারতের শীর্ষস্থানীয় সংস্থা টাটা মোটরস তাদের ইলেকট্রিক মডেলের জন্য ভিন্ন আউটলেট খোলার চিন্তাভাবনা করছে।

সর্বাধিক চাহিদা থাকায় ভারতের তৃতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরগুলোকে লক্ষ্য করে খোলা হবে এসব আউটলেট।

কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেলস-এর ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র জানান, দেশের ২০টি বড় শহর বাদেও অন্যান্য জায়গায় বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বেড়েই চলেছে। ছোট গাড়ির বাজার ধরতে উন্মোচন করা হয়েছিলো টিয়াগো ইভি। ব্যাটারি চালিত গাড়িগুলির জন্য আলাদা পরিকাঠামো এবং সার্ভিস সেন্টার চালু করার কথা ভাবছে তারা। জানিয়ে রাখি, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে টাটা প্রায় ১৯,০০০ ইভি বিক্রি করতে পেরেছে।

চন্দ্র উল্লেখ করেন, ২০টি বড় শহর ছাড়াও অন্যান্য ছোট শহগুলি থেকে বর্তমানে টিয়াগো ইভির যে চাহিদা আসছে, তার হার ৪৯ শতাংশের বেশি। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, "ওই শহরগুলি থেকে চাহিদা আরও বৃদ্ধি পেলে অদূর ভবিষ্যতে আমাদের আইসি এবং ইভি মডেলের জন্য আলাদা শোরুম চালু করার ইচ্ছে রয়েছে।"

ডিবিটেক/বিএমটি