আইটি বিশ্বে বাংলাদেশকে অনুকরণ করছে অনেক দেশ

৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:২৪  
আইটি বিশ্ব এখন বাংলাদেশকে অনুকরণ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) অনুষ্ঠিত বেসিস সফট এক্সপো ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। জিয়াউল আলম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবকে বিবেচনায় এনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আইটি খাতে বাংলাদেশ এখন রোল মডেল। যা অনুকরণীয় হচ্ছে সারা বিশ্বে। আমাদের অর্জিত হচ্ছে অনেক বিরল আন্তর্জাতিক সম্মাননা। তিনি জানান, বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে গঠন করা হয়েছে স্টার্টআপ কোম্পানি লিঃ। ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। থ্রি টেয়ার ডাটা সেন্টার এবং ১টি ডিজাস্টার রিকভারি সেন্টারের পাশাপাশি বিশ্বমানের টিয়ার ৪ ডাটা সেন্টার নির্মাণের পাশাপাশি ডাটা সংরক্ষণ ও সুরক্ষা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। প্রধান অতিথি রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ছাড়ও বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মেলার প্লাটিনাম স্পন্সর ডাচ-বাংলা ব্যাং‌কের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রমুখ।