অনলাইনে ভর্তি পরীক্ষার অ্যাপ উদ্ভাবন বিডিইউ উপাচার্যের

১৯ অক্টোবর, ২০২০ ১৭:১১  
অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দ্বার উন্মুক্ত করতে তৈরি হয়েছে একটি বিশেষ সফটওয়্যার। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য তৈরি এই সফটওয়্যারটির নাম দেয়া হয়েছে “প্রক্টরড রিমোট এক্সামিনেশন”। সফটওয়্যারটির সক্ষমতা যাচাই করে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উপাচর্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ মনে করছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সফটওয়্যারের মাধ্যমেই হতে পারে এবারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের আইটি দলের মাধ্যমে বিশেষ এই সফটওয়্যারটি তৈরিতে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। অ্যপটি ডাউনলোড করে লগইন করেই পরীক্ষায় অংশ নিতে পারবেন পরীক্ষার্থী। পরীক্ষা দিতে পারবেন এমসিকিউ পদ্ধতিতে এবং লিখিত দুই ভাবেই। পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোনের ক্যামেরাতেই পরীক্ষার্থীকে পর্যবেক্ষণ করা হবে স্বয়ক্রিয় ভাবে। পরীক্ষার্থীর পরিচয় যাচাইয়ের জন্য শুধু ইন্টারনেট সংযোগ লাগবে বলে জানিয়েছেন বিডিও ভিসি মুনাজ আহমেদ নূর। বলেছেন, অ্যাপটি ডাউনলোড করার পর পরীক্ষা চালাকালে কোনো ভাবেই অন্যকোনো অ্যাপ বা সাইট ব্যবহার করতে পারবেন না পরীক্ষার্থী। অনলাইনে থাকলে লাইভ ভিডিওতে এবং অফলাইনে থাকলে মুঠোফোনের ক্যামেরাই র‌্যান্ডম পরীক্ষার্থীর ছবি তুলে রাখবে। আর এজন্য পরীক্ষার্থীর ফোনে ২জিবি জায়াগা খালি থাকতে হবে।