অনলাইনে ঘরে বসেই ঘর খোঁজার মেলা

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০৮  
দ্বিতীয় বারে মতো ওয়েবদুনিয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী আবাসন মেলা। ‘ঘরে বসেই ঘর খুঁজুন’ শিরোনামের এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় ৬২টি আবাসনপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও বগুড়ার নানা আবাসন প্রকল্প এই মেলায় থাকছে। দেশের ৫৮টি স্থানের ৮ হাজার ২২৫টি ফ্ল্যাট, ৪ লাখ ৭০ হাজার কাঠা জমি, ১৭ লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেস থাকছে বিক্রির জন্য। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়েবদুনিয়ার https://service.prothomalo.com/abashonmela/ ঠিকানায় গিয়ে আগ্রহী ব্যক্তিরা এখন এক পোর্টালেই সব আবাসন প্রকল্পগুলোর বিস্তারিত দেখতে পারছেন। চাইলে অনলাইনেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এ ছাড়া ওয়েবসাইটে থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সরাসরি চ্যাট করে তথ্য জানতে পারছেন। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে প্রথম বারের মতো অনলাইন আবাসন মেলা অনুষ্ঠিত হয়। আর আগামী বছর থেকে জুন ও ডিসেম্বরে এই মেলা নিয়মিতভাবে অনুষ্ঠানের কথা জানিয়েছেন আয়োজকরা।