ভোটি বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়লো এক পক্ষ

ভোটি বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়লো এক পক্ষ
১ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৩  

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সুযোগ এক সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন। ১ ডিসেম্বর বিকেলে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন।

তিনি বলেন, “প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।”

এদিকে সন্ধ্যা পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৫০১ প্রবাসী নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭ হাজার পুরুষ, ১৬ হাজারেরও বেশি রয়েছে নারী।  একক দেশ হিসেবে সর্বোচ্চ ১৮ হাজারের বেশি নিবন্ধন করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে যথাক্রমে রয়েছে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান ও ইতালি।

ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করবে ইসি।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে যে কোনো দেশ থেকেই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চালানোর কথা বলেছিল ইসি। 

প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি দেশের মধ্যে (ইনকান্ট্রি পোস্টাল ভোটিং-আইসিপিভি) সরকারি কর্মকর্তা/কর্মচারীরা, ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন এবং পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ পাবেন।
ডিবিটেক/বিডিপি/ইকেইউ