কমছে জেলা পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ীদের লাইসেন্স ফি

এফটিএসপি খসড়া গাইডলাইনে পরিবর্তনের ইঙ্গিত

ডিডস আক্রমণকারীদের যথাযথ ব্যবস্থা নেয়া হবে

এফটিএসপি খসড়া গাইডলাইনে পরিবর্তনের ইঙ্গিত
৭ নভেম্বর, ২০২৫ ১৯:১৮  
৮ নভেম্বর, ২০২৫ ১০:০৪  

দেশের ইন্টারনেট সেবা খাতে ডিডস আক্রমণকারীদের শাস্তির অধীনে এনে নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় ছোট আইএসপিদের (ডিস্ট্রিক এফটিএসপি) জন্য প্রস্তাবিত ফি কমানোর সুসংবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়াও খসড়ায় থাকা ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার্সদের (এফটিএসপি)-দের অধিকার সমুন্বত করারও ‍বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

৭ নভেম্বর, শুক্রবার দেয়া ‘আঞ্চলিক আইএসপি বিষয়ে জনসচেতনতামূলক বার্তা’য় ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, নতুন টেলিকম লাইসেন্স নীতিমালা অনুযায়ী, ছোট আইএসপিগুলো বর্তমানের অপারেটিং এরিয়ার পাশাপাশি পুরো জেলায় অপারেট করতে পারবে। অর্থাৎ আমরা তাদের কাজের ক্ষেত্রকে সম্প্রসারণের সুযোগ দিয়েছি। পাশাপাশি আইএসপি নবায়নের ক্ষেত্রে ন্যাশনাল আইএসপি পর্যায়ে লাইসেন্স ফি কিছুটা বাড়িয়ে তা দিয়ে জেলা (উপজেলা সহ) পর্যায়ের লাইসেন্সকে কিছুটা কম্পেন্সেট করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। আমরা পরিকল্পনা নিচ্ছি যাতে জেলা পর্যায়ের লাইসেন্স ফি আরও যুক্তিসংগত করা যায় (দরকারে কিছুটা কমিয়ে)—যাতে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা টিকে থাকতে পারেন। আমরা আইএসপি-কে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) হিসেবে বিবেচনা করি, তাই তাদের স্বার্থ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। 

তিনি আরও বলেছেন, সম্প্রতি FTSP মূল্যনীতি ও নেটওয়ার্ক লাইসেন্সিং নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা মন্ত্রণালয় হিসেবে বিটিআরসি-কে সম্পূর্ণ সম্মান করি, তাই প্রস্তাবিত FTSP মূল্যনীতি বিষয়ে আমরা এখনই আনুষ্ঠানিক মন্তব্য করব না। বরং BTRC থেকে ANSP নির্দেশিকা (Guideline) আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর আমরা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নীতিগত অবস্থান চূড়ান্ত করব।  

এ প্রসঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) -এর সভাপতি আমিনুল হাকিম বলেছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের বক্তব্য আমাদের মধ্যে আশার সঞ্চার  করেছে। আমরা আশা করবো, টেলিকম অপারেটররা যেভাবে আমাদের (FTSP) ডোমেইনে ঢুকে পড়ছেন সেটারও একটা সুরাহা হবে।  আইএসপি শিল্পে যারা বিনিয়োগ করেছেন তাদের বেশির ভাগেরই বয়স ২২-৩০ বছরের মধ্যে। এই শিল্প ৪.৫ লাখ থেকে ৫ লাখ কর্মসংস্থান করেছে। ২০ লাখ ডিপেন্ডেন্ট ( নির্ভরশীল) রয়েছেন।  এসব কিছু বিবেচনায় নিয়ে মোবাইল অপারেটর এবং FTSP (ফিক্সড টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার) এর মধ্যে নতুন নীতিমালা কারণে উদ্ভুত জটিলতা ও সমস্যার আশু সমাধান করা হবে বলে আমরা আশাবাদী।

এদিকে নিজের ফেসবুক পোস্টে দেয়া বার্তায় ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ও আঞ্চলিক আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টার ব্যাপার আমাদের নজরে এসেছে।

মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের কিছু বড় আইএসপি বা গোষ্ঠী নিয়মিতভাবে ছোট অপারেটরদের নেটওয়ার্কে ডিডস (Distributed Denial of Service) আক্রমণ চালাচ্ছে। এসব আক্রমণের কারণে অনেক ক্ষুদ্র ইন্টারনেট সেবাদাতা ঘণ্টার পর ঘণ্টা তাদের নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

 এ ধরনের আক্রমণের লোড অনেক সময় ৫০০ থেকে ৭০০ গিগাবিট পর্যন্ত পৌঁছায়, যা ছোট আইএসপির পক্ষে মোকাবিলা করা প্রায় অসম্ভব। এর ফলে তারা গ্রাহক হারাচ্ছেন, আর বড় কোম্পানিগুলো অন্যায্যভাবে বাজার দখল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ডিডস আক্রমণ হলো এক ধরনের সাইবার হামলা, যার উদ্দেশ্য কোনো ওয়েবসাইট, সার্ভার বা অনলাইন সেবা অচল করে দেওয়া। এতে একজন আক্রমণকারী অসংখ্য কম্পিউটার বা ডিভাইস (যেগুলো আগে থেকেই ভাইরাস বা ম্যালওয়্যারে আক্রান্ত) ব্যবহার করে একটি নির্দিষ্ট সার্ভারে একযোগে বিপুল পরিমাণ অনুরোধ পাঠায়।

 এর ফলে সার্ভারের ট্রাফিক অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সেটি ধীরগতির হয়ে পড়ে, এবং শেষ পর্যন্ত অনেক সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ফয়েজ আহমদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ন্যাশনাল আইএসপি কোম্পানিগুলোর কেউ কেউ নতুন টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্সিং এর ভুল ব্যাখ্যা করে ছোট আইএসপিগুলোর অস্তিত্ব থাকবে না বা এমন ভয় দেখিয়ে একোয়ার (দখল) করার চেষ্টা করছে, এই প্রক্রিয়াটিকে আমরা অপরাধ হিসেবে গণ্য করছি।’

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় সুস্পষ্টভাবে বলা আছে যে, ছোট আইএসপিগুলো বর্তমানের অপারেটিং এরিয়ার পাশাপাশি পুরো জেলায় কার্যক্রম চালাতে পারবে। তিনি লিখেছেন, ‘আমরা তাদের কাজের ক্ষেত্রকে সম্প্রসারণের সুযোগ দিয়েছি। পাশাপাশি আইএসপি নবায়নের ক্ষেত্রে ন্যাশনাল আইএসপি পর্যায়ে লাইসেন্স ফি কিছুটা বাড়িয়ে তা দিয়ে জেলা (উপজেলাসহ) পর্যায়ের লাইসেন্সকে কিছুটা কম্পেন্সেট করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি।’

ডিবিটেক/জেইউ/ইক