২০ জুন রাজেন্দ্রপুরে দেশের প্রথম ইএসজি বুটক্যাম্প

২৫ মে, ২০২৫  
২৫ মে, ২০২৫  
২০ জুন  রাজেন্দ্রপুরে দেশের প্রথম ইএসজি বুটক্যাম্প

চলতি বছরের জুনে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) বুটক্যাম্প ২০২৫। এতে অংশ নেবেন দেশের পাঁচটি প্রধান খাত; তৈরি পোশাকা, এফএমসিজি ও টেলিকমিউনিকেশন, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, নৌ-শিল্প এবং ওষুধ শিল্পের ২০০-এর অধিক পেশাজীবী। সেখানে অংশগ্রহণকারীরা ইএসজি স্ট্র্যাটেজি, প্রয়োজনীয় টুলস এবং কেপিআই সংক্রান্ত বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

রবিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর উদ্যোগে ব্র্যাক সিডিএম, রাজেন্দ্রপুরে আগামী ২০ থেকে ২২ জুন চলবে এই বুটক্যাম্প। তিন দিনব্যাপি এই আয়োজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ইএসজি ও সাস্টেইনেবিলিটি বিষয়ে জ্ঞান অর্জন, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের এক অনন্য সুযোগ হয়ে উঠবে।

এছাড়াও এখানে দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পেশাজীবীরা দেশ ও বিদেশের এক্সপার্টদের সাথে কাজ করার সুযোগ পাবেন। বিভিন্ন কেস-স্টাডি, টুলকিট, পারফর্ম্যান্স মেট্রিক্স এবং স্ট্র্যাটেজি শেখানোর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়নে সহায়ক হবে এই বুটক্যাম্প।

আয়োজন নিয়ে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক, সিএসআরএম™ বলেন, “ইএসজি বুটক্যাম্প ২০২৫ শুধুমাত্র একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি একটি ইতিবাচক পরিবর্তনের পূর্বাভাস। আমাদের লক্ষ্য হলো—কারিগরি সহায়তা, উন্নত ধারণা এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টেকসই অর্থনীতিতে টিকে থাকা ও সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা। আমরা বিশ্বাস করি, কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়—তাহলেই টেকসই পরিবর্তনের সুবাতাস বইবে।”