২০ জুন রাজেন্দ্রপুরে দেশের প্রথম ইএসজি বুটক্যাম্প

চলতি বছরের জুনে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) বুটক্যাম্প ২০২৫। এতে অংশ নেবেন দেশের পাঁচটি প্রধান খাত; তৈরি পোশাকা, এফএমসিজি ও টেলিকমিউনিকেশন, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, নৌ-শিল্প এবং ওষুধ শিল্পের ২০০-এর অধিক পেশাজীবী। সেখানে অংশগ্রহণকারীরা ইএসজি স্ট্র্যাটেজি, প্রয়োজনীয় টুলস এবং কেপিআই সংক্রান্ত বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
রবিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর উদ্যোগে ব্র্যাক সিডিএম, রাজেন্দ্রপুরে আগামী ২০ থেকে ২২ জুন চলবে এই বুটক্যাম্প। তিন দিনব্যাপি এই আয়োজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ইএসজি ও সাস্টেইনেবিলিটি বিষয়ে জ্ঞান অর্জন, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের এক অনন্য সুযোগ হয়ে উঠবে।
এছাড়াও এখানে দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পেশাজীবীরা দেশ ও বিদেশের এক্সপার্টদের সাথে কাজ করার সুযোগ পাবেন। বিভিন্ন কেস-স্টাডি, টুলকিট, পারফর্ম্যান্স মেট্রিক্স এবং স্ট্র্যাটেজি শেখানোর মাধ্যমে ব্যবসায়িক উন্নয়নে সহায়ক হবে এই বুটক্যাম্প।
আয়োজন নিয়ে ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক সাদমান সাকিব অনিক, সিএসআরএম™ বলেন, “ইএসজি বুটক্যাম্প ২০২৫ শুধুমাত্র একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি একটি ইতিবাচক পরিবর্তনের পূর্বাভাস। আমাদের লক্ষ্য হলো—কারিগরি সহায়তা, উন্নত ধারণা এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টেকসই অর্থনীতিতে টিকে থাকা ও সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা। আমরা বিশ্বাস করি, কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়—তাহলেই টেকসই পরিবর্তনের সুবাতাস বইবে।”