ডোরড্যাশের বিরুদ্ধে উবারের মামলা

রাইড শেয়ার জায়ান্ট উবার তাদের প্রতিদ্বন্দ্বী ডোরড্যাশের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করেছে। উবার অভিযোগ করেছে যে, ডোরড্যাশ মার্কিন রেস্টুরেন্টগুলোর ওপর চাপ প্রয়োগ করে একচেটিয়া চুক্তি করতে বাধ্য করছে, যা প্রতিযোগিতার জন্য হুমকি। খবর টেকক্রাঞ্চ।
উবারের দাবি, ডোরড্যাশ রেস্টুরেন্টগুলোকে ভয় দেখিয়ে তাদের প্ল্যাটফর্মের সঙ্গে একচেটিয়া বা প্রায় একচেটিয়া চুক্তি করতে বাধ্য করছে। যারা এই শর্ত মানতে অস্বীকৃতি জানায়, তাদের বিপুল অঙ্কের জরিমানার হুমকি দেওয়া হয় বা ডোরড্যাশ অ্যাপে তাদের অবস্থান নিচের দিকে নামিয়ে দেওয়া হয়।
ডোরড্যাশের এক মুখপাত্র বলেছেন, "উবারের অভিযোগ ভিত্তিহীন এবং প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার অজুহাত মাত্র।"
উল্লেখ্য, উবার ইটস ও ডোরড্যাশ শুধুমাত্র ফুড ডেলিভারি অ্যাপ নয়, তারা নিজস্ব হোয়াইট-লেবেল ডেলিভারি পরিষেবা উবার ডাইরেক্ট ও ডোরড্যাশ ড্রাইভ অন-ডিমান্ড পরিচালনা করে। এই পরিষেবাগুলো রেস্টুরেন্টের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার নিতে সাহায্য করে।
উবারের অভিযোগ, ডোরড্যাশ বর্তমানে যুক্তরাষ্ট্রের ৯০% শীর্ষস্থানীয় রেস্টুরেন্টের জন্য প্রথম পক্ষের ডেলিভারি পরিচালনা করে এবং প্রতিযোগিতার সুযোগ কমিয়ে দিচ্ছে। উবারের আমেরিকা অঞ্চলের প্রধান সারফরাজ মারেদিয়া বলেন, "ডোরড্যাশের অন্যায্য কৌশল রেস্টুরেন্টগুলোর স্বাধীনতা হরণ করছে।"
উবার জুরি ট্রায়ালের আবেদন করেছে এবং জানিয়েছে যে, ডোরড্যাশের একচেটিয়া নীতির কারণে তারা কোটি কোটি ডলার রাজস্ব হারিয়েছে।
ডিবিটেক/বিএমটি