অ্যাপল ইন্টেলিজেন্সে বড় পরিবর্তন নিয়ে আসবে আইওএস ২৭
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা অ্যাপল ইন্টেলিজেন্স-এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। জানা গেছে, আসন্ন আইওএস ২৭ সংস্করণে এই উন্নয়নগুলো যুক্ত করা হবে, যা আগামী বছরের সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ সিরিজের সঙ্গে উন্মোচিত হবে। খবর জিএসএম এরিনা।
ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, নতুন সংস্করণে শুধু আইওএস নয়, আইপ্যাডওএস ২৭-এও অ্যাপলের পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল প্রতিফলিত হবে।
এর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী বসন্তে আসা আইওএস ২৬.৪-এ উন্নত সিরি উন্মোচন করবে অ্যাপল, যেখানে গুগলের গোপন প্রযুক্তিগত সহায়তা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, গুগল ও স্যামসাংয়ের তুলনায় অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগ এখনো পিছিয়ে রয়েছে। তাই আইওএস ২৭ সংস্করণে আসন্ন উন্নয়নগুলো অ্যাপলকে নতুন যুগের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।
ডিবিটেক/বিএমটি







