অ্যামাজন ওয়েব সার্ভিসেসে চলবে চ্যাটজিপিটি

৪ নভেম্বর, ২০২৫ ০৯:৫৬  
অ্যামাজন ওয়েব সার্ভিসেসে চলবে চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটজিপিটি সেবা পরিচালনার জন্য অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর সঙ্গে সাত বছরের একটি চুক্তি করেছে। এই লক্ষে প্রায় ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে উভয় প্রতিষ্ঠান। খবর জিএসএম এরিনা।

এই চুক্তির আওতায় ওপেনএআই তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য অ্যামাজনের শক্তিশালী ডেটা সেন্টার ব্যবহার করবে। এতে থাকবে বিপুল সংখ্যক এনভিডিয়া প্রসেসর ও কোটি কোটি তথ্য প্রক্রিয়াকরণ ইউনিট, যা দ্রুত ও নিরাপদ তথ্য বিশ্লেষণ নিশ্চিত করবে।

ওপেনএআই জানায়, এই অংশীদারিত্ব তাদের তথ্য প্রক্রিয়াকে সাহায্য করবে এবং একইসঙ্গে অ্যামাজনের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও কার্যক্ষমতা থেকে উপকৃত করবে।

চুক্তি অনুযায়ী, সব পরিকাঠামো ২০২৬ সালের শেষ নাগাদ স্থাপন সম্পন্ন হবে এবং ২০২৭ সাল থেকে আরও সম্প্রসারণের সুযোগ থাকবে।

প্রযুক্তিবিদদের মতে, ওপেনএআই ও অ্যামাজনের এই যৌথ উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতের ডিজিটাল সেবা আরও গতিশীল করবে।

ডিবিটেক/বিএমটি