ভি ৬০ সিরিজের উদ্বোধনীতে গাইলেন তাহসান

৫ অক্টোবর, ২০২৫ ১৭:৪৫  
৫ অক্টোবর, ২০২৫ ২২:২৩  
ভি ৬০ সিরিজের উদ্বোধনীতে গাইলেন তাহসান

গত ২১ সেপ্টম্বর, গান গাইবেন না' এমন ঘোষণ দেয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে স্টেজ পারফরমেন্স দিয়ে ৪ সেপ্টেম্বর ভিভো ভি ৬০ ৫জি ফোনের উদ্ভোধন করলেন  তাহসান খান। ৪ অক্টোবর বিকেলে মঞ্চের বাম কোনে বসে পিয়ানো বাজিয়ে 'বিন্দু আমি..' গাইলেন ভিভোর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সঙ্গে সঙ্গে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটরদের ফোনগুলো চলে যায় রেকর্ডিং মুডে। কেউ আবার লাইভে যান স্যোশাল হ্যান্ডেলে।

এরপর স্টেজের মাঝে এসে উপস্থিত দর্শকদে কাছে জানতে চাইলেন কোন গানটি গাইবেন। পরক্ষণেই গাইলেন 'সেই তুমি' গানটি। তার পরে গাইলেন নিজের পছন্দের 'মেঘের পড়ে আলোর ভীড়ে' গানটি। সবশেষ গাইলেন 'তুমি আর তো কারো নয় (আলো)। ততক্ষণে মুগ্ধ শ্রোতারা শুরু করেন কণ্ঠ মেলাতে। বেস গিটারের লয় মিশে যায় করতালিতে।

অনুষ্ঠানের শেষ ভাগে উপস্থাপকার গান ছেড়ে দেয়া বিষয়ক প্রশ্নের জবাবে তাহসান জানান, মানুষের ভালোবাসার জন্যই এই সিদ্ধান্ত। গাইবেন না বলতে আগের মতো গাইবেন না। বললেন, ইউনিলিভারের চাকরি ছেড়ে আমি প্রথম অ্যালবাম করছিলাম। এরপর শ্রোতাদের বাধভাঙ্গা ভালোবাসা পেয়েছি। তা নিয়েয় শেষ পর্যন্ত বাঁচতে চাই। নতুন কোনো গান।করবো না। চুক্তি গুলো সম্পন্ন করবো।

গান শেষে 'ট্রাভেল প্রোর্টেইট সো প্রো' ট্যাগ লাইন নিয়ে নতুন অবমুক্ত স্মার্টফোনটির আদ্যোপান্ত তুলে ধরেন ভিভো'র  প্রোডাক্ট ডিরেক্টর রোনান লি। তিনি বললেন, এটি শুধু যোগাযোগের কোনো ডিভাইস নয়, ফোনটি আপনার প্রয়োজনের সঙ্গী।

এরপর ডেপুটি রিটেইল ম্যানেজর হামিম আসগর ফোনটির ৫০ মেগাপিক্সেলের ক্যমেরার বৈশিষ্ট তুলে ধরেন।  এর ঋতু ভিত্তিক এআই ফিচার এবং কম আলোতে ছবি তোলার অরা লাইটের কথাও তুলে ধরেন তিনি। জানালেন, এতে ব্যবহৃত মিডিয়া টেক প্রসেসর আগের থেকে ৬০ গুণ বেশি শক্তিশালি। এতে ব্যবহৃত হয়েছে ১২জিবি র্যাম। 

নতুন ফোন নিয়ে ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র‍্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, “গ্রাহকদের চাহিদা ও লাইফস্টাইলকে কেন্দ্র করে আমরা সবসময় নতুন কিছু আনার চেষ্টা করি। ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে আমরা এনেছি ভিভো ভি৬০ লাইট, যা ক্যামেরা, ডিজাইন ও পারফরম্যান্সে গ্রাহকদের একটি অসাধারণ অভিজ্ঞতা দেবে বলে আমরা বিশ্বাস করি।”

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনসন সেন্টারের রাজদর্শনে অনুষ্ঠিত উন্মোচন অনুষ্ঠানে প্রবেশ পথেই ছিলো ভিভো ফোনে তোলা ছবির প্রদর্শনী। ছিলো কিস্তি সুবিধার বুথ এবং এআই স্টুডিও। 

অনুষ্ঠানের শেষ ভাগে ভিভো দ্য মোমেন্ট ফোটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাহসান ও ভিভো বাংলােশের কান্ট্রি ডিরেক্টর  মি: ডেভিড লি। লি ঘোষাণা করলেন ভি ৬০ লাইট ৫জি ৩৪ হাজার ৯৯৯ টাকা এবং ভি ৬০ পাওয়া যাবে ৪৩ হাজর ৯৯৯ টাকায়। 

বিয়ের ছবি তুলে শেখ ঈশা টাইটানিয়াম বিজয়ী হিসেবে নতুন পুরস্কার পেয়েছেন। এতে আনিকা তাসনিম স্বস্তি, শাহনাজ পপি, ইশরাত আলম দোভাষ,  ইমতিয়াজ আহমেদ, মেহনাজ নওশিন, সাদিয়া আক্তার সূচনা,  সিফাত আব্দুল্লাহ, আমিনা বিনতে আমিন, জেরিন মেঘ ব্রোঞ্জ সম্মননা জিতেছেন। 

এছাড়াও ক্যম্পাস পর্যায়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে জায়গা করে নেয় আইইউবিএটি, গ্রিন ইউনিভার্সটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ব বিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

সব শেষে ভিভো'র ন্যাশনাল চ্যানেল ম্যানেজার  তন্ময় শুভ বাজারে ভিভো লাইট ও ভি সিরিজের অবস্থান তুলে ধরেন। ঘোষণানকরেন ওয়াই ৪০০টপ পারফরমার এমডিদের নাস। এরা হলের ব্রাহ্মণবাড়িয়ার ইফতেখার এবং সিলেটের আব্দুলালাহনআল মামুন ও ফারদিন ইসলাম। ওয়াইন২১ ডি বিক্রিতে টপ পার্ফরমার ঢাকানদক্ষিণের মাসুম, রজাউল ও মোখলেসুর রহমান।

সব শেষে কিস্তিতে ফোন কেনার জন্য ইএমআই মমো নামে একটি অ্যাপ উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হলো, ৭.৫৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে ফোনটি।  ফাইভজি ও ফোরজি দুই সংস্করণে পাওয়া যাচ্ছে ভিভো ভি৬০ লাইট। আর ফোনটি কিনলে থাকছে ২,৫০০ টাকার সমমূল্যের গিফট প্যাক জেতার সুযোগ।