ভারতে গুগল ও মাইক্রোসফটের বিকল্প দেশীয় অ্যাপ ব্যবহারের আহ্বান

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন মন্ত্রিসভার সদস্য দেশীয় প্রতিষ্ঠানগুলোর তৈরি অ্যাপ ব্যবহারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তারা গুগল ম্যাপস, হোয়াটসঅ্যাপ এবং মাইক্রোসফটের বিকল্প দেশীয় অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছেন, যা “মেইড ইন ইন্ডিয়া” উদ্যোগে সরকারের সর্বাধিক শক্তিশালী সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে। খবর রয়টার্স।
গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর প্রধানমন্ত্রী মোদি দেশীয়ভাবে তৈরি ‘স্বদেশী’ পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, তিনি মহাসড়ক প্রকল্পের উপস্থাপনা তৈরি করেছেন দেশীয় প্রতিষ্ঠান জোহো-এর সফটওয়্যার ব্যবহার করে, যা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের বিকল্প। এছাড়া তিনি গুগল ম্যাপস ব্যবহার না করে ম্যাপমাইইন্ডিয়া-এর মানচিত্র ব্যবহার করেছেন। হাসতে হাসতে তিনি বলেন, “এই মানচিত্রটা সুন্দর, তাই না? স্বদেশী।”
গত সপ্তাহে বৈষ্ণব এক ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি জোহো সফটওয়্যার পরীক্ষা করে দেশীয় প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। তার এই পোস্ট এক্স প্ল্যাটফর্মে ৬২ লাখেরও বেশি ভিউ পায়।
ডিবিটেক/বিএমটি